প্রশ্ন
ইমামতির ক্ষেত্রে কে বেশি যোগ্য? এ ব্যাপারে ইসলামের নির্দেশনা কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈমান-আমল, আকীদা ঠিক হওয়ার পর নিম্নোক্ত ব্যক্তিবর্গ ধারাবাহিকতা অনুযায়ী অগ্রগণ্য হবে।
হাদিস শরিফে এসেছে, উকবা বিন আমর (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন-
:يَؤمُّ القَومَ أقرَؤُهم لكِتابِ اللهِ، فإنْ كانوا في القِراءةِ سَواءً، فأعلَمُهم بالسُّنَّةِ، فإنْ كانوا في السُّنَّةِ سَواءً، فأقدَمُهم هِجرةً، فإنْ كانوا في الهِجرةِ سَواءً فأكبَرُهم سِنًّا
রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, কুরআনে কারীম তিলাওয়াতে সবচেয়ে বেশি পারদর্শী ব্যক্তি জনতার ইমামতি করবে, তিলাওয়াতে সবাই সমান হলে (কুরআন) সুন্নাহে যে বেশি জ্ঞান রাখে সে অধিক যোগ্য। কুরআন-সুন্নাহর জ্ঞানে সবাই সমান হলে যে হিজরতে অগ্রগামী সে অধিক যোগ্য। হিজরতে সমান হলে যে বয়সে বড় সে অধিক যোগ্য।’ [সহিহ মুসলিম, হাদিস: ৬৭৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم