প্রশ্ন
ঈদের রাতে ইবাদতে কাটানোর বিশেষ কোন দিক আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) থেকে একটা যয়িফ হাদিসে ঈদের রাত ইবাদতে কাটানোর কথা এসেছে। তাছাড়া সাহাবা-তাবেয়ি থেকে এ রাতে বিশেষভাবে ইবাদতে কাটানোর প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। হাদিস শরিফে এসেছে-
عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ.
‘আবু উমামা (রা.) থেকে বর্ণিত, নবী কারীম (সা.) বলেন: যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদাত করবে, তার অন্তর ঐ দিন মরবে না, যে দিন অন্তরসমূহ মরে যাবে।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৮২]
আলমাউসুআতুল ফিকহিয়্যাহ গ্রন্থে বলা হয়েছে-
يندب إحياء ليلتي العيدين (الفطر والأضحي) بإتفاق الفقهاء
‘দুই ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদাত করা ফকীহগণের সর্বসম্মতিক্রমে মুস্তাহাব৷’ [আল-মাউসুআতুল ফিকহিয়্যাহ ২/২৩৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم