প্রশ্ন
আমার মনে একটি প্রশ্ন জেগেছে। আমরা তো আকীকা করি। রাসূল (সা.)-এর কি আকীকা করা হয়েছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আকীকার বিধান তো এসেছে পরে। তবে রাসূল (সা.) পরবর্তীতে নিজেই নিজের আকীকা করেছেন। হাদিস শরিফে এসেছে, আনাস (রা.) বলেন-
أن النبي صلى الله عليه وسلم عق عن نفسه بعدما بعث نبياً.
‘রাসূলুল্লাহ (সা.) নবুওয়াত প্রাপ্তির পর নিজের আকীকা নিজে করেছেন।’ [মাজমাউয যাওয়াইদ, হাদিস: ৬২০৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم