প্রশ্ন
শুনেছি, বিবাহের সময় মহর নির্ধারণ না করলে মহরে মিসল আবশ্যক হয়। আমি জানতে চাচ্ছি, মহরে মিসল কীভাবে নির্ধারিত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মহরে মিসল নির্ধারিত হল স্ত্রীর পিতার দিকের বিবাহিতা নারী আত্মীয় তথা বোন, ফুফু ও চাচাতো বোনদের মধ্যে যারা দ্বীনদারী, বয়স, গুণাবলি, সৌন্দর্য, বংশ মর্যাদা ও জ্ঞান-গরিমা ইত্যাদিতে তার মত হয় তাদের মোহরের অনুপাতে অনুরূপ মোহর নির্ধারণ করা।
মাবসূত, সারাখসী ৫/৬২; বাদায়েউস সানায়ে ২/৫৫৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৩০৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم