প্রশ্ন
আমি কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করি। আমার ডান হাতে মারাত্মক যখম হয়। ডাক্তার বলেছেন সেই যখমে পানি না লাগাতে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমি অজু করব কিভাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি উক্ত যখমে পানি লাগানো ক্ষতিকর হয় তবে দেখতে হবে তাতে মাসাহ করা যায় কিনা। যদি মাসাহ করা যায় তাহলে ঐ অংশটুকু বাদ দিয়ে হাতের বাকি অংশ ধৌত করবে। আর উক্ত অংশ মাসাহ করবে। আর যদি মাসাহ করাও ক্ষতিকর হয় তাহলে সেই অংশ মাসাহও করবে না। বরং এমনিতেই অজু হয়ে যাবে।
আর যদি যখমে ব্যান্ডেজ থাকে তাহলে ব্যান্ডেজের উপর মাসাহ করে নিতে হবে। হাদিস শরিফে এসেছে-
عن ابن جريج قال : قلت لعطاء : رجل مكسور اليد معصوب عليها ، قال : يمسح العصابة وحده ، وحسبه
‘ইবনু জুরাইজ (রহ.) বলেন: আমি আত্বা (রহ.)কে জিজ্ঞাসা করলাম: এক লোকের হাত ভেঙ্গে গেছে। তার হাতের মধ্যে ব্যান্ডেজ লাগানো। সে কীভাবে অজু করবে? তিনি বললেন: সে তার ব্যান্ডেজের উপর মাসেহ করলেই যথেষ্ট হয়ে যাবে।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৬১৮]
বাদায়েউস সানায়ে ১/৯০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم