প্রশ্ন
এক ব্যক্তি বিবাহের কিছুদিন পর তার স্ত্রীকে একটি দামি মোবাইল দেয়। এরপর বিভিন্ন সমস্যার কারণে স্বামী স্ত্রীকে ডিভোর্স দেয়। ডিভোর্সের পর মোহর আদায়ের সময় স্বামী ঐ মোবাইলকে মোহরের অন্তর্ভুক্ত ধরে এবং বলে যে, আমি সেটা মোহর হিসেবেই দিয়েছি। কিন্তু ডিভোর্স দেওয়ার পূর্বে মোবাইল মোহর হিসাবে দেওয়ার কথা জানায়নি। এখন তার স্ত্রীও উক্ত মোবাইলকে মোহর হিসাবে ধরতে সম্মত নয়। জানতে চাই, উক্ত স্বামী এই মোবাইল মোহরের হিসেবের মধ্যে ধরতে পারবে কি না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আমাদের সমাজে মোবাইল বা এ ধরনের ব্যবহারিক সামগ্রী মোহর হিসেবে দেওয়ার প্রচলন নেই। তাই এ-জাতীয় দ্রব্যাদি মোহর হিসেবে দিতে চাইলে পূর্বেই স্ত্রীর অনুমতি নেওয়া জরুরী। অন্যথায় তা উপহার হিসেবে দেওয়া হয়েছে বলেই ধর্তব্য হবে।
সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী যেহেতু মোবাইলটি দেওয়ার সময় স্ত্রীর সাথে সেটা মোহর হিসেবে দেওয়ার কথা হয়নি তাই এখন সেটাকে মোহর হিসেবে ধরার সুযোগ নেই।
আলমুহীতুল বুরহানী ৪/১৫০; খুলাসাতুল ফাতাওয়া ২/৩২; ফাতহুল কাদীর ৩/২৫৬; তাবয়ীনুল হাকায়েক ২/১৫৮; আলবাহরুর রায়েক ৩/১৮৪; ফাতাওয়া বাযযাযিয়া ৪/১৩১; আদ্দুররুল মুখতার ৩/১৫১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم