প্রশ্ন
ইদুরের পেশাব কি নাপাক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, ইদুরের পেশাব নাপাক। তা কাপড়ে লাগলে ধৌত করে নিতে হবে।
তবে এক দেরহাম বা তার চেয়ে কম পরিমাণ কাপড়ে লাগলে তা নিয়ে নামাজ পড়া যাবে। কিন্তু এক দেরহামের বেশি পরিমাণ লাগলে তা নিয়ে নামাজ পড়া যাবে না। বরং তা পরিষ্কার করে নামাজ পড়তে হবে। বুখারি শরিফের প্রসিদ্ধ ব্যাখ্যাগ্রন্থ উমদাতুল কারীতে এসেছে,
عن علي وبن مسعود أنهما قدرا النجاسة بالدرهم وكفى بهما حجة في الاقتداء
‘আলী (রা.) এবং ইবনে মাসউদ (রা.) নাপাক হওয়ার পরিমাণ নির্দিষ্ট করেছেন এক দিরহাম। আর মানার জন্য দলিল হিসাবে এই দু’জনই যথেষ্ট।’ [উমদাতুল কারী ৩/১৪০]
লাওয়ামিয়ুদ দুরার ৫/৮৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم