প্রশ্ন
অনেককে দেখি, রজব মাস শুরু হলেই একটি দোয়া পড়ে থাকে। সেটি হল, اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ। জানতে চাচ্ছি, এই দোয়াটি কি পড়া যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত দোয়াটি একটি হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ
‘আনাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) রজব মাস আসলে এ দোয়া পড়তেন, ‘হে আল্লাহ! রজব ও শাবান মাসের (ইবাদাতে) আমাদেরকে বরকাত দান করো। আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছাও।’ [আল মুজামুল আওসাত, হাদিস: ৩৯৩৯; মেশকাতুল মাসাবীহ, হাদিস: ১৩৬৯]
উক্ত হাদিসটিকে মুহাদ্দিসগণ যয়ীফ বলেছেন। কারণ, উক্ত হাদিসে একজন রাবী আছে যায়েদা ইবনে আবী রুক্কাদ নামে। তার ব্যাপারে মুহাদ্দিসিনগণ সমালোচনা করেছেন।
তবে হাদিসটি যয়ীফ হলেও দোয়াটির অর্থে কোনো সমস্যা না থাকায় উলামায়ে কেরাম বলেন, উক্ত দোয়াটি পাঠ করতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই।
মাজমাউয যাওয়ায়েদ ২/১৬৫, বর্ণনা: ৩০০৫; কাশফুল আসতার ১/২৯৫, বর্ণনা: ৬১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم