প্রশ্ন
একাকী নামাজ পড়ার সময় সূরা-কেরাত জোরে পড়বে না আস্তে পড়বে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مس
একাকী নামাযের কেরাতের নিয়ম হল, যে সকল নামাযের কেরাত আস্তে পড়ার নিয়ম, যেমন- যোহর, আসর, সে সকল নামাযে কেরাত আস্তেই পড়বে।
আর যে সকল নামাযে কেরাত জোরে পড়ার নিয়ম, যেমন- মাগরিব, ইশা, ফজর, সে সকল নামাযে কেরাত আস্তে বা জোরে উভয়টিরই সুযোগ রয়েছে। তবে একাকী অবস্থায় এগুলোতে জোরে পড়া উত্তম।
ফাতাওয়া শামী ১:৫৩৪, হিদায়া ১:১১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم