প্রশ্ন
আজ ৩রা রমজান। গত রাতে ঘুমানোর সময় আমি রোজার নিয়ত করতে ভুলে যাই। আজ সকাল ৫ টার পর যখন জাগ্রত হই, তখন রোজার কথা স্বরণ হয়। আমি মনে মনে বলে নিলাম যে “আজ আমি রোজা রাখবো”। এরপর কোনো কিছু পানাহার না করে সারা দিন কাটিয়ে দেই। উপরোক্ত বিবরণ অনুযায়ী আমার রোজা কি সঠিক হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, রোজার গুরুত্বপূর্ণ একটি রোকন হচ্ছে “রাতের বেলা রোজার নিয়ত করা”। জমহুর উলামা এ বিষয়ে একমত।
রাসূল (সা.) বলেছেন,
من لم يبيت الصيام من الليل فلا صيام له. رواه النسائي والترمذي
অর্থ: ‘যে ব্যাক্তি রাতের বেলা রোজার নিয়ত করেনি, তার কোনো রোজা নেই।’ অর্থাৎ রাতে নিয়ত করা ব্যতীত রোজা আদায় হবে না। [ইমাম নাসায়ি (১/৩২০) এবং তিরিমিযি (১/১৪১) হাদিসটি বর্ণনা করেছেন]
তবে নিয়তের বিষয়টি খুব সহজ। নিয়ত অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। এর মধ্যে কষ্টকর কিছুই নেই। রাতের যে কোনো এক অংশে আগামিকাল রোজা রাখার ব্যাপারে দৃঢ় সংকল্প করলেই নিয়ত আদায়ে তা যথেষ্ট হয়ে যায়।
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.)বলেন, ‘যে ব্যক্তি অন্তরে এ ভাবনা করল যে, সে আগামিকাল রোজা রাখবে, এর মাধ্যমেই সে নিয়ত করে ফেলল।’ [‘আল-ইখতিয়ারাত’ পৃষ্ঠা-১৯১]
প্রশ্নোক্ত ক্ষেত্রে রাতের বেলা যদি আপনার সংকল্পে এ বিষয়টি এসে থাকে যে, আপনি আগামিকাল রোজা রাখবেন, সেক্ষেত্রে আপনি নিয়তের ওয়াজিব আদায় করেছেন। তেমনিভাবে আপনি যদি রোজার তাকওয়া অর্জনের উদ্যেশ্যে সেহরি কিংবা কোনোকিছু পানাহার করে থাকেন, তবুও আপনার নিয়ত আদায় হয়ে গিয়েছে।
বিপরীত দিকে আপনি যদি রাতের বেলা কার্যত কোনো নিয়তই না করে থাকেন (অন্তরে সংকল্প করা/সাহরি করা), তাহলে আপনার উক্ত রোজাটির কাজা আদায় করতে হবে। কেননা আপনি রোজা সঠিক হওয়ার একটি শর্ত ভঙ্গ করেছেন, তা হলো নিয়ত করা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم