প্রশ্ন
টুপি পরা কি সুন্নত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, পরিধান করা সুন্নত। কারণ, রাসূল (সা.) টুপি পরতেন। সাহাবায়ে কেরামগণ থেকেও টুপি পরিধানের প্রমাণ পাওয়া যায়। হাদিস শরিফে এসেছে,
عَنْ خَالَتِهِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبَسُ مِنَ الْقَلَانِسِ فِي السَّفَرِ ذَوَاتِ الْآذَانِ، وَفِي الْحَضَرِ الْمُشَمَّرَةَ، يَعْنِي الشَّامِيَّةَ
‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) সফর অবস্থায় কানটুপি পরতেন, আর আবাসে পরতেন শামী টুপি।’ [আখলাকুন নবি, হাদিস: ৩১৪]
আরেক হাদিসে এসেছে, হাসান বসরী (রহ.) বলেন,
وكان القوم يسجدون على العمامة والقلنسوة
‘তারা (সাহাবায়ে কেরাম গরমের দিনে) পাগড়ি ও টুপির উপর সেজদা করতেন।’ [সহিহ বুখারি ১/৫৬]
কাজেই টুপি পরা সুন্নত হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم