প্রশ্ন
নামাজে আঙ্গুল ফুটানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খুশুখুজুর সাথে নামাজ আদায় করতে হয়। নামাজে আঙ্গুল ফুটানো খুশুখুজুর পরিপন্থী। এ কারণে ফুকাহায়ে কেরাম নামাজে আঙ্গুল ফুটানোকে মাকরূহে তাহরিমী বলেছেন। তাছাড়া হাদিস শরিফে এসেছে,
عَنْ عَطَاءٍ: أَنَّهُ كَرِهَ أَنْ يَنْقُضَ أَصَابِعَهُ وَهُوَ فِي الصَّلَاةِ
‘আতা (রহ.) থেকে বর্ণিত, তিনি নামাজে আঙ্গুল ফুটানোকে মাকরূহ মনে করতেন।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৭২৮২]
রদ্দুল মুহতার ১/৬৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم