প্রশ্ন
আমি সর্বদা প্রসাবজনিত রোগে আক্রান্ত। প্রস্রাবের বেগ না থাকলেও চলাফেরার সময় সর্বদা আমার অল্প অল্প করে প্রস্রাব বের হতে থাকে। এ অবস্থায় আমি কীভাবে নামাজ আদায় করতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি সারাক্ষণই অল্প অল্প পরিমাণ পেশাব বের হতে থাকে, এতটুকুও সময় পাওয়া না যায় যে, যার মাঝে ফরজ নামাযটুকু আদায় করা যাবে, তাহলে শরয়ী পরিভাষায় আপনি মাজুর বলে গণ্য হবেন।
আপনার জন্য হুকুম হলো নামাযের সময় শুরু হলে অযু করে নিবেন আর সে অযু দিয়ে পরবর্তী নামাযের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত যত ইচ্ছা নামায পড়তে পারবেন। এতে নামাজে কোনো অসুবিধা হবে না। কিন্তু পরবর্তী নামাযের সময় শুরু হয়ে গেলেই অযুটি ভেঙ্গে যাবে। তখন আবার নতুন করে অযু করে নামায পড়তে হবে।
হাশিয়াতুত তাহতাবী আলা মারাকিল ফালাহ-১৪৮-১৫১, ফাতওয়ায়ে শামী-১/৫০৪-৫০৫, মাজমাউল আনহুর-১/৮৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم