প্রশ্ন
নামাজরত অবস্থায় যদি কারো অজু ছুটে যায় তাহলে সে কাতারের সামনে দিয়ে অজু করতে যেতে পারবে কি? এতে কি কাতারের সামনে দিয়ে যাওয়ার গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইমামের সুতরাই মুক্তাদীদের সুতরা হিসেবে গণ্য হয়ে থাকে। তাই প্রয়োজন পড়লে নামাজরত অবস্থায় কাতারের সামনে দিয়ে যাওয়া যাবে। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الاِحْتِلاَمَ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، فَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكَرْ ذَلِكَ عَلَىَّ
‘আবদুল্লাহ ইবনু আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি সাবালক হবার নিকটবর্তী বয়সে একদা একটি গাধীর উপর আরোহিত অবস্থায় এলাম। আল্লাহর রাসূল (সা.) তখন মিনায় নামাজ আদায় করছিলেন তার সামনে কোনো দেয়াল না রেখেই। তখন আমি কোনো এক কাতারের সামনে দিয়ে অতিক্রম করলাম এবং গাধীটিকে বিচরণের জন্য ছেড়ে দিলাম। আমি কাতারের ভেতর ঢুকে পড়লাম কিন্তু এতে কেউ আমাকে নিষেধ করেননি।’ [সহিহ বুখারি, হাদিস: ৭৬]
কাজেই নামাজরত অবস্থায় কারো অজু ছুটে গেলে সে কাতারের সামনে দিয়ে অজু করার জন্য যেতে পারবে। এতে কোনো গুনাহ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم