প্রশ্ন
আমি আগে পর্দা করতাম না। বেপর্দা বাহিরে চলাফেরা করতাম। খোলা চুলে রাস্তায় চলতাম। বর্তমানে পর্দা কার চেষ্টা করছি। জানতে চাচ্ছি, আগে যে পরপুরুষদেরকে চুল দেখিয়ে বেড়াতাম এতে কি আমার গুনাহ হত? উল্লেখ্য, আমি পূর্বের কৃতকর্মের জন্য অনুতপ্ত।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পরপুরুষদেরকে চুল দেখিয়ে বেড়ান হারাম ও জাহান্নামে যাওয়ার কারণ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَتُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا
‘দু প্রকার লোক জাহান্নামী হবে। আমি তাদেরকে দেখিনি। এক প্রকার ঐ সব লোক যাদের কাছে গরুর লেজের ন্যায় ছড়ি থাকবে। তারা এর দ্বারা লোকেদের পিটাবে। দ্বিতীয় প্রকার ঐ শ্রেণীর মহিলা, যারা কাপড় পরিহিতা কিন্তু উলঙ্গ প্রায়, মানুষকে আকৃষ্টকারিণী ও স্বয়ং বিচ্যুত। যাদের মাথার খোপা বুখতী উটের পিঠের উঁচু কুজোর ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের গন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি অনেক দূর থেকে পাওয়া যায়।’ [সহিহ মুসলিম, হাদিস: ২১২৮]
সুতরাং আপনার পূর্বের কাজটি অবশ্যই হারাম হয়েছে এবং আপনি গুনাহগার হয়েছেন। তবে বর্তমানে আপনি যেহেতু অনুতপ্ত। তাই আপনার করণীয় হল, খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করা। পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে পূর্বের গুনাহসমূহ মাফ করে দিবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم