প্রশ্ন
জুমার পর অনেকে ৪ রাকাত সুন্নত আদায় করেন আবার অনেকে ৬ রাকাত আদায় করেন। কোনটি সঠিক এবং অধিক উত্তম?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জুমার ফরয নামাজের পর দুই সালামে মোট ৬ রাকাত সুন্নত নামাজ আদায় করাই সঠিক এবং অধিক উত্তম।
প্রথম সালামে ৪ রাকাত এবং দ্বিতীয় সালামে ২ রাকাত সুন্নত আদায় করবে।
তবে অনেক ফকীহের মতে শেষ দু’রাকাত নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদার অন্তর্ভুক্ত।
শরহু মাআনিল আছার ১/২৩৪; আলমাবসূত, সারাখসী ১/১৫৭; ফাতহুল কাদীর ২/৩৯; আলমুহীতুল বুরহানী ২/২৩৪; আততাজনীস ওয়াল মাযীদ ২/১০৭; এলাউস সুনান ৭/১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم