প্রশ্ন
খুতবা চলাকালে যদি রাসূল (সা.)-এর নাম আসে তাহলে দরূদ পাঠ করতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খুতবা চলাকালে মনোযোগ দিয়ে তা শ্রবণ করা আবশ্যক। কথাবার্তা বলা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে,
‘ইবনে আববাস (রা.) বলেন, চার ক্ষেত্রে চুপ থাকা ওয়াজিব: জুমআ, ঈদুল ফিতর, ঈদুল আযহা ও সালাতুল ইসতিসকার (খুতবার) সময়।’ [মুসান্নাফে আবদুর রাযযাক ৩/২৮২; মুসান্নাফে ইবনে আবি শাইবা ৪/২১১]
কাজেই খুতবায় যদি রাসূল (সা.)-এর নামা আসে তাহলে উচ্চস্বরে দরূদ পাঠ না করে মনে মনে দরূদ পাঠ করবে।
রদ্দুল মুহতার ৩/৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم