প্রশ্ন
মেয়েরা বাজনাদার নুপুর পরতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের সীমা অতিক্রম না করে মেয়েদের সাজসজ্জা করার অনুমতি রয়েছে। যে সাজসজ্জা শরিয়ত পছন্দ করে না তা অবশ্যই বর্জনীয়।
শরিয়ত মেয়েদের অলংকার ব্যবহারের অনুমতি দিয়েছে। তারা চাইলে আওয়াজবিহীন যে কোনো অলংকার ব্যবহার করতে পারবে। তবে হাঁটার সময় যে অলংকারে আওয়াজ হয় তা ব্যবহার করা যাবে না। আওয়াজ হয় এমন অলংকার ব্যবহার করতে হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
হাদিস শরিফে এসেছে,
عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَّانَ الْأَنْصَارِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: بَيْنَمَا هِيَ عِنْدَهَا إِذْ دُخِلَ عَلَيْهَا بِجَارِيَةٍ وَعَلَيْهَا جَلَاجِلُ يُصَوِّتْنَ، فَقَالَتْ: لَا تُدْخِلْنَهَا عَلَيَّ إِلَّا أَنْ تَقْطَعُوا جَلَاجِلَهَا، وَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ جَرَسٌ
‘আব্দুর রহমান ইবনে হাইয়ান আল আনসারী (রা.) এর মুক্তদাসী বুনানাহ আয়েশা (রা.) সূত্রে বর্ণনা করেন যে, একদা তিনি আয়েশা (রা.)-এর নিকট উপস্থিত ছিলেন। তখন একটি ছোট্ট বালিকাকে নিয়ে আসা হলো। বালিকার পায়ে নুপুরের আওয়াজ শুনে তিনি বলেন, এর পা থেকে নুপুর না খুলে তাকে আমার কাছে আনবে না। তিনি আরো বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, যে ঘরে ঘণ্টা থাকে সে ঘরে ফিরিশতা প্রবেশ করে না।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪২৩১]
সুতরাং মেয়েরা বাজনাদার নুপুর পরতে পারবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم