প্রশ্ন
সাফা-মারওয়ার মাঝে সাঈ করার সময় কি পবিত্র অবস্থায় থাকা জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, সাফা-মারওয়ার মাঝে সাঈ করার সময় পবিত্র অবস্থায় থাকা জরুরি নয়। চার মাযহাবের সকল ইমাম এ বিষয়ে একমত।
কেননা নবী (সা.) হায়েযগ্রস্ত নারীকে তাওয়াফ করা ছাড়া অন্য কিছু হতে বাধা দেননি।
আয়েশা (রা.) হায়েযগ্রস্ত হলে তিনি তাকে বলেছেন:
‘একজন হাজী যা যা করে তুমিও তা তা কর, কিন্তু তুমি পবিত্র হওয়া অবধি তাওয়াফ করবে না।’ [আল-মুগনী ৫/২৪৬]
সুতরাং কেউ যদি অজু বা গোসলবিহীন অবস্থায় সাঈ করে তাহলে তা জায়েয হবে। তবে উত্তম হচ্ছে পবিত্র অবস্থায় সাঈ করা।
আল-শারহুল মুমতি ৭/৩১০,৩১১,
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم