প্রশ্ন
কিছুদিন আগে এক ব্যক্তিকে দেখলাম কবরের দেয়াল স্পর্শ করতে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে, কবরের দেয়াল স্পর্শ করে আমি কবরবাসীকে সালাম দিয়েছি। জানতে চাচ্ছি, এভাবে সালাম দেওয়া কি শরিয়ত সম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিসে যেভাবে বর্ণিত আছে ঠিক সেভাবেই কবরবাসীদের সালাম দিতে হবে। অন্য কোনো পন্থায় সালাম দিলে তা বিদআত ও নাজায়েয বলে গণ্য হবে। হাদিস শরিফে এসেছে,
عن أبي هريرة، أن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة، فقال: السلام عليكم دار قوم مؤمنين، وإنا إن شاء الله بكم لاحقون
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) কবরস্থানে যেতেন এবং বলতেন, হে মুমিন কবরবাসী! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে মিলিত হব।’[সহিহ মুসলিম, হাদিস: ২৪৯]
আরেক হাদিসে এসেছে,
عن سليمان بن بريدة، عن أبيه، قال: كان رسول الله صلى الله عليه وسلم يعلمهم إذا خرجوا إلى المقابر، كان قائلهم يقول: السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين، وإنا إن شاء الله بكم لاحقون، نسأل الله لنا ولكم العافية
‘সুলায়মান (রহ.) তার পিতা বুরায়দা (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: রাসূল (সা.) সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন, তারা যখন কবরস্থানে যাবে কবরবাসীকে যেন এভাবে সালাম দেয়, হে মুমিন ও মুসলিম কবরবাসী! আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে মিলিত হব। আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে এবং আপনাদেরকে শান্তি দান করেন।’[সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৫৪৭]
সুতরাং কবরের দেয়াল স্পর্শ করে সালাম দেওয়া বৈধ হবে না।
ফাতহুল কাদীর ২/১০২; আলবাহরুর রায়েক ২/১৯৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم