প্রশ্ন
কিছুদিন আগে আমার নানি মৃত্যুবরণ করেছে। তার ভাইয়েরা তার জানাযা অনেক বিলম্ব করে আদায় করেছে। জিজ্ঞাসা করলে বলে, সব আত্মীয় স্বজন যেন জানাযায় শরিক হতে পারে, এ জন্য তারা বিলম্ব করেছে। জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি ঠিক হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের নির্দেশ হল মৃতকে দ্রুত জানাযা ও দাফন দেওয়া। বিলম্ব না করা। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
أَسْرِعُوا بِالْجِنَازَةِ فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ
‘তোমরা জানাযা নিয়ে দ্রুতগতিতে চলবে। কেননা, সে যদি পুণ্যবান হয়, তবে এটা উত্তম, যার দিকে তোমরা তাকে এগিয়ে দিচ্ছ আর যদি সে অন্য কিছু হয়, তবে সে একটি আপদ, যাকে তোমরা তোমাদের ঘাড় হতে জলদি নামিয়ে ফেলছ।’ [সহিহ বুখারি, হাদিস: ১৩১৫]
বর্তমানে আত্মীয় স্বজনের জন্য যে অতিরিক্ত বিলম্ব করা হয় তা শরিয়ত সম্মত নয়। এ জাতীয় কাজ থেকে বিরত থাকা উচিৎ।
সুতরাং আপনার নানির ভাইদের উক্ত কাজটি সঠিক হয়নি।
ফাতহুল বারী ৩/২১৯; বাদায়েউস সানায়ে ২/২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم