প্রশ্ন
ব্যাংকে আমার একটি ডিপিএস আছে। সেখানে নেসাব পরিমাণ সম্পদ আছে। কিন্তু সেই টাকা ৬ বছরের আগে উত্তোলন করা যাবে না। জানতে চাচ্ছি, উক্ত টাকার উপর যাকাত আসবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, উক্ত টাকার উপর যদি এক বছর অতিবাহিত হয় তাহলেই যাকাত আসবে। তবে তাৎক্ষণিক যাকাত আদায় করতে হবে না। বরং ৬ বছর পর যখন টাকা হাতে পাবেন তখন পিছনের বছরের যাকাতগুলো আদায় করে দিতে হবে। হাদিস শরিফে এসেছে,
عَنْ عُبَيْدَةَ ، قَالَ : سُئِلَ عَلِيٌّ عَنِ الرَّجُلِ يَكُونُ لَهُ الدَّيْنُ الظَّنُونُ أَيُزَكِّيهِ ؟ فَقَالَ : إِنْ كَانَ صَادِقًا فَلْيُزَكِّهِ لِمَا مَضَى إذَا قَبَضَهُ
‘আলী (রা.) বলেন: ‘ঋণ উশুল করার পর পিছনের যাকাতও আদায় করতে হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১০৩৫৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم