প্রশ্ন
মৃত ব্যক্তির কাপড় ওয়ারিসরা ব্যবহার করতে পারবে কি? অনেকে বলে থাকে, মৃতের ব্যবহৃত কাপড় সদকা করে দিতে হয়। ব্যবহার করা যায় না।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃত ব্যক্তির পরিত্যক্ত সকল আসবাবপত্রের মালিকানা ওয়ারিসদের। ওয়ারিসরা তা নিজেদের মাঝে বণ্টন করে নিবে। মৃতের কাপড়ের বিধানও একই।
সুতরাং মৃতের জামা কাপড় সদকা করে দিতে হবে- বিষয়টি সঠিক নয়। বরং ওয়ারিসরা তা ব্যবহার করতে পারবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।
সূরা নিসা, আয়াত: ১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم