প্রশ্ন
স্ত্রীকে মোহর প্রদানের সময় সাক্ষী রাখতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মোহর স্ত্রীর হক। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
فَمَا اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً
‘সুতরাং তাদের মধ্যে তোমরা যাদেরকে ভোগ করেছ তাদেরকে তাদের নির্ধারিত মোহর দিয়ে দাও।’ [সূরা নিসা, আয়াত: ২৪]
কাজেই যেকোনো সময় স্ত্রীকে তার মোহর প্রদান করা যাবে। এ জন্য সাক্ষী রাখার কোনো প্রয়োজন নেই। তবে কেউ যদি সাক্ষী রাখতে চায় তাহলে সে সাক্ষী রাখতে পারে। শরিয়তে এ ব্যাপারে কোনো বিধি নিষেধ দেওয়া হয়নি।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم