প্রশ্ন
আমি প্রতি বছর নিজেদের গরু নিজেই কুরবানী করি। এ বছর আমার স্ত্রী গর্ভবতী। পরিবারের মুরব্বীরা বলল এ বছর জবাই না করতে। কারণ, এতে নাকি আমার স্ত্রীর ক্ষতি হবে। প্রশ্ন হল, তাদের এই বিশ্বাস কতটুকু সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গর্ভবতী নারীর স্বামী পশু জবাই করতে পারবে না- এটি একটি ভিত্তিহীন কথা ও কুসংস্কারের অন্তর্ভুক্ত। কুরআন হাদিসে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি।
কাজেই আপনি আপনাদের পশু জবাই করতে পারবেন। এমনকি সেই জবাইকৃত পশু থেকে আপনার স্ত্রী খেতেও পারবে।
বাদায়েউস সানায়ে ৪/২২২-২২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم