প্রশ্ন
আমাদের এলাকায় প্রচলিত আছে যে, যারা খাটিয়া ধরবে তারা খাটিয়ার প্রতিটি পাশ দশ কদম দশ কদম করে মোট চল্লিশ কদম করে বহন করে নিয়ে যাবে। জানতে চাচ্ছি, এই পদ্ধতি কি শরিয়ত সম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে বর্ণিত পদ্ধতিটি কুরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে একটি হাদিসে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
مَنْ حَمَلَ جَوَانِبَ السَّرِيرِ الْأَرْبَعَ كَفَّرَ اللَّهُ عَنْهُ أَرْبَعِينَ كَبِيرَةً
‘যে ব্যক্তি মৃতের খাটিয়ার চারপাশ বহন করবে আল্লাহ তাআলা তার চল্লিশটি কবীরা গুনাহ মাফ করে দিবেন।’ [আল মুজামুল আওসাত, হাদিস: ৫৯২০]
উক্ত ফজিলত লাভের পদ্ধতি সম্পর্কে ফুকাহায়ে কেরামগণ বলেন, প্রথমে খাটিয়ার সামনের ডানপাশ কাঁধে নিয়ে দশ কদম চলতে হবে। তারপর খাটিয়ার পিছনের ডানপাশ কাঁধে নিয়ে দশ কদম চলতে হবে। তারপর সামনের বামপাশ কাঁধে নিয়ে দশ কদম চলতে হবে। সর্বশেষে পিছনের বামপাশ কাঁধে নিয়ে দশ কদম চলতে হবে। এভাবে মোট চল্লিশ কদম হবে।
তবে মনে রাখতে হবে, উক্ত পদ্ধতির হাঁটাকে জরুরি মনে করা যাবে না। বরং কেউ উক্ত পদ্ধতি অনুসরণ করতে চাইলে করতে পারে। না করলে কোনো সমস্যা হবে না।
হাশিয়াতুত তাহতাওয়ী পৃ. ৬০৩; তাতারখানিয়া ৩/৩৪; বাদায়েউস সানায়ে ১/৩০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم