প্রশ্ন
মৃত ব্যক্তির নখ কেটে দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃত ব্যক্তির চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটা জায়েয নেই। বরং এগুলোসহই দাফন করে দিবে। হাদিস শরিফে এসেছে,
عن ابن سيرين قال: لا يؤخذ من شعر الميت، ولا من أظفاره
‘ইবনে সিরীন (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তির চুল ও নখ কাটা যাবে না।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৬২২৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم