প্রশ্ন
ঘরের কাজের লোক কিংবা অফিসের কর্মচারীদেরকে কুরবানির গোশত খাওয়ানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানির পশুর কোনো অংশ দিয়ে কোনো কিছুর পারিশ্রমিক দেওয়া হারাম; চাই সেটা গোশত হোক, অথবা চামড়া কিংবা হাড্ডি। কাজের লোক বা কর্মচারীকে যদি পারিশ্রমিক হিসেবে গোশত দেয়া হয়, সেটা হারাম হবে। কিন্তু যদি ঘরের অন্যান্য সদস্য কিংবা বন্ধু বান্ধব্দের দাওয়াতের মতো তাদেরকে কুরবানির গোশত খাওয়ানো হয়, তাহলে এতে কোন অসুবিধা নেই।
বিশেষভাবে উল্লেখ্য যে, আমাদের সমাজে অনেকে নির্দিষ্ট পরিমাণ গোশত দেওয়ার চুক্তি করে কসাই নিয়োগ করে থাকে। এটি সম্পূর্ণ হারাম হবে।
হাদিস শরিফে এসেছে, আলী ইবনে আবী তালিব (রা.) বলেন,
নবী (সা.) আমাকে তাঁর (কুরবানির উটের) আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে বলেছিলেন। তিনি কুরবানির পশুর গোশত, চামড়া ও আচ্ছাদনের কাপড় ছদকা করতে আদেশ করেন এবং এর কোনো অংশ কসাইকে দিতে নিষেধ করেন। তিনি বলেছেন, আমরা তাকে (তার পারিশ্রমিক) নিজের পক্ষ থেকে দিব। [সহীহ বুখারী ১/২৩২; সহীহ মুসলিম ১/৪২৩-৪২৪]
আহকামুল কুরআন জাসসাস ৩/২৩৭, বাদায়েউস সানায়ে ৪/২২৪, আলবাহরুর রায়েক ৮/৩২৬, ইমদাদুল মুফতীন
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم