প্রশ্ন
কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। আমি সন্তান নিতে ইচ্ছুক। কিন্তু আমার স্বামী এখনই সন্তান নিতে চাচ্ছেন না। জানতে চাচ্ছি, এহেন মুহূর্তে আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বৈধ পন্থায় মানব বংশ বিস্তারের প্রধান মাধ্যম হল বিয়ে। পাশাপাশি ইসলামি শরিয়তের দৃষ্টিভঙ্গি হল অধিক সন্তান গ্রহণ করা। একারণে কুরআন মাজিদে সন্তান হত্যা করতে নিষেধ করা হয়েছে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ
‘তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না।’ [সূরা ইসরা, আয়াত: ৩১]
রাসূল (সা.) অধিক সন্তানজন্মদাত্রী নারীকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন। হাদিস শরিফে এসেছে,
عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أَصَبْتُ امْرَأَةً ذَاتَ حَسَبٍ وَجَمَالٍ، وَإِنَّهَا لَا تَلِدُ، أَفَأَتَزَوَّجُهَا، قَالَ: لَا ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ فَنَهَاهُ، ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ، فَقَالَ: تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ
‘মাকিল ইবনে ইয়াসার (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল (সা.)-এর খিদমাতে উপস্থিত হয়ে বললো, আমি এক সুন্দরী ও মর্যাদা সম্পন্ন নারীর সন্ধান পেয়েছি। কিন্তু সে বন্ধ্যা। আমি কি তাকে বিয়ে করবো? তিনি বললেন, না। অতঃপর লোকটি দ্বিতীয়বার এসেও তাঁকে জিজ্ঞেস করলে তিনি তাকে নিষেধ করলেন। লোকটি তৃতীয়বার তাঁর নিকট এলে তিনি তাকে বললেন, এমন নারীকে বিয়ে করে যে, প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারী। কেননা আমি অন্যান্য উম্মাতের কাছে তোমাদের সংখ্যাধিক্যের কারণে গর্ব করবো।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২০৫০]
সুতরাং শরয়ি কোনো ওযর ছাড়া সন্তান গ্রহণ থেকে বিরত থাকা বৈধ হবে না। যদি ওজর থাকে তাহলে ভিন্ন কথা।
কাজেই আপনার করণীয় হল, আপনার স্বামীকে বিষয়টি বুঝানোর চেষ্টা করা। প্রয়োজনে পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা নেওয়া যেতে পারে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم