প্রশ্ন
বড় ভাবীকে মা ডাকতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) একটি হাদিসে অন্যের পিতাকে পিতা বলে ডাকতে নিষেধ করেছেন। হাদিসটি হল,
عَنْ سَعْدٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ
‘সা‘দ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল(সা.)-কে বলতে শুনেছি, যে অন্যকে নিজের পিতা বলে দাবি করে অথচ সে জানে যে সে তার পিতা নয়, জান্নাত তার জন্য হারাম।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৭৬৬]
এ হাদিসে অন্যকে পিতা বলে সম্বোধন করার নিষেধাজ্ঞা দ্বারা উদ্দেশ্য হল, নিজের পিতার বংশ পরিচয় গোপন রেখে অন্যের বংশ পরিচয়ে নিজেকে পরিচিত না করা। [উমদাতুল ক্বারী শরহু সহিহিল বুখারি ২৩/২৬২]
বর্তমান পরিবারগুলোতে বড় ভাবীর তার দেবর বা ননদদের প্রতি আলাদা আদর মহব্বত থাকে। সে হিসেবে কেউ কেউ বড় ভাবীকে সম্মানার্থে মায়ের মত মনে করে থাকে। এক্ষেত্রে আপন মায়ের পরিচয় গোপন রেখে ভাবীর বংশ পরিচয়ে পরিচিত হওয়া উদ্দেশ্য হয় না। কাজেই তা হাদিসের উক্ত নিষেধাজ্ঞার অধীনে পড়বে না।
তবে একটি বিষয় মনে রাখতে হবে, সর্বাবস্থায় ভাবীর সাথে পর্দা করা ফরজ। কারণ, দেবর ভাবীর জন্য গাইরে মাহরাম পুরুষদের অন্তর্ভুক্ত। হাদিস শরিফে এসেছে,
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلٰى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يَا رَسُوْلَ اللهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ
‘উকবাহ ইবনে আমির (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। এক আনসার জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! দেবরের ব্যাপারে কী হুকুম? তিনি উত্তর দিলেন, দেবর হচ্ছে মৃত্যু তুল্য।’ [সহিহ বুখারি, হাদিস: ৫২৩২]
সুতরাং ভাবীকে মা বলে ডাকলেও তার সাথে পর্দার বিধান রহিত হয়ে যাবে না। বরং যথাযথভাবে পর্দার বিধান রক্ষা করে চলতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم