প্রশ্ন
কোনো নারী মারা গেলে তার স্বামীর উপর শোক পালন আবশ্যক হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামী মারা গেলে স্ত্রীদের উপর শোক পালন জরুরি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ إِلَّا عَلَى زَوْجٍ فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا
‘আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে এমন কোন নারীর জন্য কোন মৃত ব্যক্তির ক্ষেত্রে তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। তবে স্বামীর ক্ষেত্রে চার মাস দিন শোক পালন করবে।’ [সহিহ বুখারি, হাদিস; ১২৮০]
উল্লেখ্য, এই শোক পালন করা মানে ই্দ্দত পালন করা। আর শরিয়তে ইদ্দতের বেশি কিছু বিধি-বিধান রয়েছে। নিজের মনগড়া পন্থায় শোক পালন করা যাবে না।
তবে কোনো নারী মারা গেলে তার স্বামীর জন্য শোক পালন জরুরি বা আবশ্যক নয়।
আল মাউসুআতুল ফিকহিয়্যাহ ২/১০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم