প্রশ্ন
নামাজের পরে যে জিকির আযকারগুলো রয়েছে সেগুলো হেঁটে হেঁটে পাঠ করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দাঁড়িয়ে, বসে ও শুয়ে, এক কথায় সর্ব হালতে আল্লাহর জিকির করা বৈধ। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ
‘অতঃপর যখন তোমরা নামাজ পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে।’ [সূরা নিসা, আয়াত: ১০৩]
সুতরাং নামাজের পরের জিকির আযকারগুলো হেঁটে হেঁটে পাঠ করতে কোনো সমস্যা নেই।
কাশশাফুল কিনা ১/৩৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم