প্রশ্ন
কিছুদিন আগে একটি বইয়ে পেলাম, حب الوطن من الإيمان– এই হাদিসটিকে জাল বলা হয়েছে। জানতে চাচ্ছি, আসলেই কি হাদিসটি জাল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
حب الوطن من الإيمان- হাদিসটিকে মুহাদ্দিসগণ জাল ও বানোয়াট বলেছেন। হাফেজ সাখাবী (রহ.) বলেন,
‘আমি এই হাদিস সম্পর্কে অবগত হইনি।’ [আল মাকাসিদুল হাসানাহ পৃ. ২৯৭, বর্ণনা: ৩৮৬]
আল্লামা জালালুদ্দিন সূয়ুতী (রহ.) তার কিতাবে লিখেন,
‘এটি আমি খুঁজে পাইনি।’ [আদদুরারুল মুনতাছিরাহ পৃ. ১০৮, বর্ণনা: ১৯০]
মোল্লা আলী কারী (রহ.) বলেন,
‘ইমাম যারকাশী (রহ.) বলেছেন, আমি এই হাদিসটি খুঁজে পাইনি। সাইয়্যিদ মুইনুদ্দিন (রহ.) বলেন, এটি হাদিস হিসেবে প্রমাণিত নয়।’ [আল আসরার পৃ. ১৮০, বর্ণনা: ১৬৪]
এ ছাড়াও আরো অসংখ্য কিতাবে হাদিসটিকে জাল বলা হয়েছে।
সিলসিলাতু আহাদিসিয যয়ীফা ১/১১০, বর্ণনা: ৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم