প্রশ্ন
কোনো অমুসলিম আত্মীয় বা প্রতিবেশী অসুস্থ হলে মুসলিমরা তাদের দেখতে যেতে পারবে কি ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো অমুসলিম আত্মীয় বা প্রতিবেশী অসুস্থ হলে মুসলিমরা তাদের দেখতে যেতে পারবে। এতে কোনো অসুবিধা নেই। বরং এটি একটি উত্তম কাজ। মানুষ অসুস্থ হলে তার মন নরম ও দুর্বল হয়ে যায়। ফলে সে হক গ্রহণ করার অধিক নিকটবর্তী হয়।
হাদিস শরিফে এসেছে,
‘নবী (সা.) এর একজন ইহুদি গোলাম ছিল; যে তাঁর সেবা করত। ছেলেটি যখন অসুস্থ হলো তখন নবী (সা.) তাকে দেখতে গেলেন। তিনি ছেলেটির মাথার কাছে গিয়ে বসলেন এবং বললেন: তুমি ইসলাম গ্রহণ কর। ছেলেটি তার পিতার দিকে তাকাল। পিতা তার নিকটেই ছিল। তখন পিতা বলল: আবুল কাসেমের আনুগত্য কর। এরপর নবী (সা.) বেরিয়ে আসতে আসতে বললেন: সমস্ত প্রশংসা আল্লাহ্র যিনি ছেলেটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১৩৫৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم