প্রশ্ন
ইমামের নামাজে ভুল হলে মুক্তাদীরা কিভাবে সতর্ক করবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইমাম সাহেব নামাজে কোনো ভুল করলে মুক্তাদীরা সুবহানাল্লাহ বলার মাধ্যমে সতর্ক করবে। আর যদি মুক্তাদী নারী হয় তাহলে এক হাতের তালু দিয়ে অন্য হাতের তালুতে আঘাত করার মাধ্যমে সতর্ক করবে। এটিই সুন্নাহ সম্মত পদ্ধতি। হাদিস শরিফে এসেছে,
عَنْ ابْنِ بُحَيْنَةَ، أَنَّ النَّبِيَّ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ فَسَبَّحُوا فَمَضَى فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ
‘ইবনে বুহায়না (রা.) থেকে বর্ণিত। রাসূল (সা.) নামাজে দু’রাকাতের পরে না বসে দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবায়ে কিরাম সুবহানাল্লাহ বলে উঠলেন। তিনি নামাজ চালিয়ে গেলেন। তারপর যখন তিনি নামাজের শেষ অবস্থায় পৌঁছলেন, তখন দুটি সিজদা করলেন। তারপর সালাম ফিরালেন।’ [সুনানে নাসাঈ, হাদিস: ১১৭৮]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেন,
التَّسْبِيحُ لِلرِّجَالِ وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ
‘(ইমামের দৃষ্টি আকর্ষণের জন্য) পুরুষদের বেলায় তাসবীহ সুবহানাল্লাহ্ বলা। তবে মহিলাদের বেলায় ‘তাসফীক’ (এক হাতের তালু দিয়ে অন্য হাতের তালুতে মারা)।’ [সহিহ বুখারি, হাদিস: ১২০৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم