প্রশ্ন
হায়েয অবস্থায় কোন নারী সেজদার আয়াত শুনলে তার কি সেজদা দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, হায়েয অবস্থায় সেজদার আয়াত শুনলে সেজদা দিতে হবে না। কারণ তার উপর তো তখন নামাজই ফরজ হয় না। ইবরাহীম নাখায়ী (রহ.) বলেন-
إذا سمعت الحائض والجنب السجدة قضى، لان الحائض لا تقضي الصلاة
‘ঋতুমতী ও জুনুবী ব্যক্তি সেজদার আয়াত শুনলে জুনুবী তা কাযা করবে। কিন্তু ঋতুমতী তা কাযা করবে না। কারণ সে তো নামাজই কাযা করে না।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ১২৩২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم