প্রশ্ন
ঈমানে মুফাসসলের মধ্যে তাকদিরের উপর ঈমান আনার কথা বলা হয়েছে। তাকদিরের উপর ঈমান আনার অর্থ কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তাকদীর এর শাব্দিক অর্থ নিয়তি বা ভাগ্য।
পারিভাষিক অর্থ হলো এই বিশ্বাস করা যে, বিশ্বজগতে এ পর্যন্ত যা কিছু ঘটেছে সবই আল্লাহর ইচ্ছাতেই ঘটেছে, এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে সবই আল্লাহর ইচ্ছাতেই ঘটবে। অতীত ও ভবিষ্যতের সকল বিষয় সম্পর্কে আল্লাহ পূর্ণ অবগত এবং সকল কিছু তার নির্দেশেই হয়।
এ বিশ্বাসের উপর ঈমান আনয়ন করা প্রত্যেক মুসলমানের উপর ফরয।
পবিত্র কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ও তাআলা বলেন,
اِنَّا كُلَّ شَیْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ
অর্থ: ‘আমি প্রত্যেক বস্তুকে তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি।’ [সূরা ক্বামার, আয়াত: ৪৯]
অন্যত্র আল্লাহ সুবহানাহু ও তা’আলা বলেন,
مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ فِی الْاَرْضِ وَ لَا فِیْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِیْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْرَاَهَا ؕ اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌۚۖ
অর্থ: পৃথিবীতে অথবা তোমাদের নিজেদের উপর এমন কোনো মুসীবত আসে না যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। এটা (করা) আল্লাহর জন্য খুবই সহজ। [সূরা আল-হাদীদ, আয়াত: ২২]
তিনি আরো বলেন,
مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَ مَنْ یُّؤْمِنْۢ بِاللّٰهِ یَهْدِ قَلْبَهٗ ؕ وَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ
অর্থ: আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎপথে পরিচালিত করেন। আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। [সূরা আত-তাগাবুন, আয়াত: ১১]
তিনি আরো বলেন,
قُلْ لَّنْ یُّصِیْبَنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَنَا ۚ هُوَ مَوْلٰىنَا ۚ وَ عَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
অর্থ: বলে দাও, আল্লাহ আমাদের জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তাছাড়া অন্য কিছুই আমাদের ঘটবে না, তিনিই আমাদের রক্ষক, আর আল্লাহর উপরই মু’মিনদের ভরসা করা দরকার। [সূরা তওবা, আয়াত: ৫১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم