প্রশ্ন
কোন নারী যদি তার স্রাবের সময় দুই দিন রক্ত দেখে অতঃপর আর না দেখে তাহলে তার কী হুকুম হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হায়েযের সর্বনিম্ন সময় তিন দিন। হাদিস শরিফে এসেছে, আনাস (রা.) বলেন-
أدنى الحيض ثلاثة وأقصاه عشرة
‘হায়েযের সর্বনিম্ন সময় হল তিন দিন। আর সর্বোচ্চ সময় হল দশ দিন।’ [সুনানে বায়হাকী ১/২৩০]
সুতরাং তিন দিনের কম সময় রক্ত দেখলে তা হায়েয হিসেবে গণ্য হবে না। বরং ইস্তেহাযা হিসেবে গণ্য হবে এবং সে দিনগুলোর নামাজ কাযা করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم