প্রশ্ন
কোন ঋতুমতী নারী তার সন্তানের সাথে সাক্ষাতের জন্য মাদরাসার অভ্যন্তরে প্রবেশ করতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঋতুমতী নারী মাদরাসায় প্রবেশ করতে পারবে। এতে কোন নিষেধাজ্ঞা নেই। তবে মসজিদে প্রবেশ করতে পারবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল সা. বলেন-
وَيَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى
অর্থাৎ ঋতুমতী নারীরা মসজিদ থেকে দূরে থাকবে। [সহিহ বুখারি, হাদিস: ৩২৪]
তাই কোন মাদরাসা যদি মসজিদের মধ্যে হয়ে থাকে তাহলে সেখানে প্রবেশ করতে পারবে না।
রদ্দুল মুহতার ১/৪৮৬, আলবাহরুর রায়েক ১/৩৩৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم