প্রশ্ন
অনেককে রমজানের শেষ জুমআকে জুমআতুল বিদা বলতে শোনা যায়। জানতে চাচ্ছি, শরিয়তে জুমআতুল বিদা বলতে কোনো কিছু আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রমজানের শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ। কারণ, শেষ দশকেই আছে লাইলাতুল ক্বদর। পাশাপাশি অন্যান্য দিনগুলোর চেয়ে জুমআর দিনের গুরুত্ব ও মর্যাদা বেশি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُهْبِطَ وَفِيهِ تِيبَ عَلَيْهِ وَفِيهِ مَاتَ وَفِيهِ تَقُومُ السَّاعَةُ وَمَا مِنْ دَابَّةٍ إِلَا وَهِيَ مُسِيخَةٌ يَوْمَ الْجُمُعَةِ مِنْ حِينَ تُصْبِحُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ شَفَقًا مِنَ السَّاعَةِ إِلَا الْجِنَّ وَالإِنْسَ وَفِيهِ سَاعَةٌ لَا يُصَادِفُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّي يَسْأَلُ اللهَ حَاجَةً إِلَا أَعْطَاهُ إِيَّاهَا
‘সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমআর দিনই হচ্ছে সর্বোত্তম। আদম (আ.)-কে এদিনেই সৃষ্টি করা হয়েছিলো। এদিনই তাঁকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়েছিলো। এদিনই তাঁর তওবা কবুল হয়েছিলো। এদিনই তিনি ইন্তিকাল করেছিলেন এবং এদিনই কিয়ামত সংঘটিত হবে। জিন ও মানুষ ছাড়া প্রতিটি প্রাণী শুক্রবার দিন ভোর হতে সূর্যোদয় পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত থাকে। এদিন এমন একটি বিশেষ সময় রয়েছে, নামাজরত অবস্থায় কোনো মুসলিম বান্দা মহান ও সর্বশক্তিমান আল্লাহর কাছে কোনো অভাব পূরণের জন্য দোয়া করলে মহান আল্লাহ তাকে তা দান করেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৬]
কাজেই এ দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করা উচিৎ। তবে শরিয়তে জুমআতুল বিদা বলতে কিছু নেই। সুতরাং এ দিনকে কেন্দ্র করে কোনো বিদআত চালু করা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم