প্রশ্ন
আমাদের এলাকার এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তার হাসপাতাল বিল এসেছে প্রায় ৩ লক্ষ টাকা। এত টাকা তার পরিবার পরিশোধ করতে অক্ষম। উক্ত ব্যক্তি জীবদ্দশায় যাকাত গ্রহণের উপযুক্ত ছিল। প্রশ্ন হল, তার হাসপাতালের বিল পরিশোধে যাকাতের টাকা দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাসপাতালের বিল মৃত ব্যক্তির উপর ঋণ হিসেবে গণ্য হয়। আর মৃত ব্যক্তির ঋণ পরিশোধে যাকাতের টাকা দেওয়া যায় না। সুফিয়ান সাওরী (রহ.) বলেন,
ولا يعطيها في كفن ميت، ولا دين ميت
‘কেউ মৃত ব্যক্তির কাফনে কিংবা মৃত ব্যক্তির ঋণ পরিশোধে যাকাতের মাল খরচ করতে পারবে না।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৭১৭০]
সুতরাং হাসপাতালের বিল পরিশোধে যাকাতের টাকা দিলে তা আদায় হবে না।
তবে উক্ত মৃত ব্যক্তির কোনো সন্তান বা আত্মীয় স্বজন যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে সেই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। তিনি তখন হাসপাতালের বিল পরিশোধ করে দিবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم