প্রশ্ন
গরমকালের রোজায় অনেক পিপাসা ধরে। মাঝে মাঝে পিপাসা তীব্র আকার ধারণ করে। জানতে চাচ্ছি, তীব্র পিপাসার কারণে রোজা ভাঙ্গা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তীব্র পিপাসা যদি এমন হয় যে, পানি পান না করা হলে প্রাণ নাশের আশংকা দেখা দিবে অথবা শারীরিক মারাত্মক কোনো ক্ষতি হবে তাহলে এমন পিপাসার কারণে রোজা ভাঙ্গা যাবে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না।’ [সূরা বাকারা, আয়াত: ১৯৫]
ইমাম নববী (রহ.) বলেন:
‘যে ব্যক্তি ক্ষুধা ও পিপাসার শিকার হয়ে মৃত্যুর আশংকা করছে তার উপর রোযা ভেঙ্গে ফেলা অনিবার্য। এমনকি সে যদি সুস্থ-সবল ও গৃহবাসী (মুকীম) মানুষ হয়তদুপরি।’ [আল-মাজমু ৬/২৫৮]
কিন্তু পিপাসা যদি এ পর্যায়ের না হয় তাহলে রোজা ভঙ্গ করা যাবে না। এক্ষেত্রে বারবার গোসল করা যেতে পারে। অথবা কুলি করা যেতে পারে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم