প্রশ্ন
কোন সাহাবীর কুরআন তেলাওয়াত রাসূল (সা.) জান্নাতে শুনতে পেয়েছিলেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) জান্নাতে সাহাবী হারেসা বিন নুমান (রা.)-এর কুরআন তেলাওয়াত শুনেছিলেন। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: نِمْتُ فَرَأَيْتُنِي فِي الْجَنَّةِ، فَسَمِعْتُ صَوْتَ قَارِئٍ فَقُلْتُ: مَنْ هَذَا؟ فَقَالُوا: حَارِثَةُ بْنُ النُّعْمَانِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَذَلِكَ الْبِرُّ، قَالَ: وَكَانَ أَبَرَّ النَّاسِ بِأُمِّهِ
‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, আমি ঘুমালাম। দেখতে পেলাম আমি জান্নাতে আছি। তখন সেখানে একজন কারীর কেরাত শুনতে পেলাম। জিজ্ঞাসা করলাম, এ ব্যক্তি কে? ফেরেশতারা বলল, হারেসা বিন নুমান। তখন রাসূল (সা.) বললেন, পুণ্যের প্রতিফল এরূপই। সে তার মায়ের সাথে সকল মানুষের তুলনায় সর্বোত্তম সদাচরণ করত।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ২০১১৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم