প্রশ্ন
অনেক এলাকায় শবে বরাতে দোকানপাটে আলোকসজ্জা করা হয়। আতশবাজি ইত্যাদি ফোটানো হয়। শরিয়তের দৃষ্টিতে এগুলো কেমন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শবে বরাত হল ফযিলতের একটি রাত্রি। এ রাত ইবাদত বন্দেগীতে কাটানো উচিৎ। তা না করে আলোকসজ্জা করা, আতশবাজি ফোটানো -এগুলো ভুল রেওয়াজ এবং অপচয়। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ
‘নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই।’ [বনী ইসরাঈল, আয়াত: ২৭]
তাই এ সকল বিষয় থেকে দূরে থাকা অবশ্যই জরুরি।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم