প্রশ্ন
কিছুদিন আগে আমি আমার পরিবারের সদস্যদের সাথে ভ্রমণে গিয়েছিলাম। সেখানে নামাজের সময় হয়ে যাওয়ার কারণে পরিবারের পুরুষ সদস্যরা মসজিদে চলে যায়। নারী সদস্যদের নিয়ে আমি সেখানে জামাতে নামাজ পড়তে চাইলে একজন বলেন, শুধু নারীদের জামাত মাকরূহ। জানতে চাচ্ছি, শুধু নারীদের জন্য জামাত করা কি মাকরূহ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হানাফী মাযহাব মতে শুধু নারীদের জন্য জামাতের আয়োজন করা মাকরূহ। হাদিস শরিফে এসেছে, ইবনু মাসউদ (রা.) বলেন,
أخروهن حيث أخرهن الله
‘আল্লাহ যেভাবে নারীদেরকে পিছনে রেখেছেন তোমরাও তাদেরকে পিছনে রাখ।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৫১১৫]
সুতরা আপনার পরিবারের উক্ত নারী সদস্যদের কথা সঠিক। নারীরা এককভাবে জামাতে নামাজ পড়তে পারবে না।
আল বাহরুর রায়েক ১/৩৫১, ফাতওয়ায়ে শামী ১/৫৬৫-৫৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم