প্রশ্ন
ইয়ায়ীদকে লানত করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আহলে সুন্নত ওয়াল জামাআতের আকীদা হল, ইয়াযীদকে লানত না করা। কারণ, তার মাঝে ভালো মন্দ উভয়ের মিশ্রণ ছিল। কাজেই তার বিষয়টি আল্লাহ তাআলার উপরই ন্যস্ত করতে হবে। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়্যাহ (রহ.) লিখেন,
‘একদল লোক ইয়াযীদতে গালিও দেন না আবার তাকে মহব্বতও করেন না। ইমাম আহমাদ (রহ.) থেকে এমনটিই বর্ণিত। অধিকাংশ মুসলমানদের মত এটিই। সালেহ ইবনে আহমাদ (রহ.) তার পিতা আহমাদ (রহ.)-কে জিজ্ঞাসা করলেন, একদল লোক তো ইয়াযীদকে মহব্বত করে। আপনি এ ব্যাপারে কী বলেন? তিনি বললেন, হে বৎস, আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী কোনো ব্যক্তি কি তাকে মহব্বত করতে পারে? তার ছেলে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি তাকে লানত করেন না কেন? তিনি বললেন, হে বৎস, তুমি কি আমাকে কখনো কাউকে লানত করতে দেখেছো?’ [মাজমুউল ফাতওয়া ৪/৪৮৩]
সুতরাং তার ব্যাপারে চুপ থাকাটাই যুক্তিযুক্ত।
শরহুল আমালী, মোল্লা আলী কারী (রহ.), পৃ. ২৭-২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم