প্রশ্ন
সাধারণ মানুষের মত নবিগণকেও কি মুনকার ও নাকীর প্রশ্ন করবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, সাধারণ মানুষের মত নবিগণকে মুনকার ও নাকীর কোনো ধরণের প্রশ্ন করবে না। কারণ, তাঁরা হলেন নিষ্পাপ। তাঁদের সওয়াল জবাবের কোনো অর্থ হতে পারে না। আল্লামা সুয়ূতী (রহ.) তার কিতাবে লিখেন,
الْأَنْبِيَاء وَأَطْفَال الْمُؤمنِينَ لَيْسَ عَلَيْهِم حِسَاب وَلَا عَذَاب الْقَبْر وَلَا سُؤال مُنكر وَنَكِير
‘নবিগণ ও মুমিনদের বাচ্চাদের কোনো হিসাব নিকাশ, কবরের শাস্তি ও মুনকার নাকীরের সওয়ালও হবে না।’ [শরহুস সুদূর পৃ. ১৫২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم