প্রশ্ন
আরবীতে শনিবারকে ইয়াউমুস সাবত বলা হয়। জানতে চাচ্ছি, সাবত শব্দের অর্থ কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আরবীতে সাবত শব্দের অর্থ হল, কেটে দেওয়া, সমাপ্ত করা। শনিবার যেহেতু সপ্তাহের শেষ দিন হয়ে থাকে এবং এর দ্বারা সপ্তাহ শেষ হয়ে থাকে তাই আরবরা এ নামকরণ করে। আল্লামা ইবনে কাসীর (রহ.) লিখেন,
السَّبْتُ مَأْخُوذٌ مِنَ السَّبْتِ وَهُوَ الْقَطْعُ لِانْتِهَاءِ الْعَدَدِ عِنْدَهُ
‘সাবত শব্দটি আরবী ‘সাবত’ থেকে উদগত। এর অর্থ হল, কেটে দেওয়া। যেহেতু সপ্তাহ শেষ হয় শনিবার এ কারণে এই নাম রাখা হয়েছে।’ [তাফসীরে ইবনে কাসীর, ৪/১২৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم