প্রশ্ন
একজন বক্তা দানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, দান-সদকা আল্লাহর ক্রোধকে দমন করে। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কি কোনো হাদিস আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একটি যয়ীফ হাদিসে বিষয়টি রয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
الصَّدَقَةُ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ
‘সদকা রবের ক্রোধকে দমন করে।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৩৩০৯; শুআবুল ঈমান, হাদিস: ৩০৮০]
তবে ফজিলতের ক্ষেত্রে যয়ীফ হাদিস গ্রহণযোগ্য হওয়ার কথা উলামায়ে কেরামগণ বলে থাকেন।
আল আজকার ৭-৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم