প্রশ্ন
ছোট থেকে দেখে আসছি, যোহরের ফরজের আগে চার রাকাত সুন্নত পড়তে হয়। গত কিছুদিন আগে আমাদের এলাকার এক ব্যক্তিকে দেখলাম, দুই রাকাত পড়তে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যোহরের ফরজের আগে দুই রাকাতই পড়ার নিয়ম। প্রশ্ন হল, তাহলে কি জানাটা ভুল ছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যোহরের ফরজের আগে সুন্নতে মুয়াক্কাদা হল চার রাকাত। রাসূল (সা.) সর্বদা চার রাকাত নামাজ পড়তেন। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَدَعُ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ
‘আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) যোহরের পূর্বে চার রাকাত এবং ফজরের পূর্বে দুই রাকাত নামাজ ছাড়তেন না।’ [সহিহ বুখারি, হাদিস: ১১৮২]
কখনো এই চার রাকাত ছুটে গেলে যোহরের ফরজের পর আদায় করে নিতেন। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلاَّهُنَّ بَعْدَهُ
‘আয়েশা (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল (সা.) যদি যোহরের পূর্বে চার রাকাত না আদায় করতেন তবে যোহরের (ফরজের) পর তা আদায় করতেন।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৪২৬]
তবে কখনো কখনো অতিরিক্ত দুই রাকাত নামাজ যোহরের আগে আদায় করতেন। সেটি ছিল গাইরে মুয়াক্কাদা।
সুতরাং যোহরের আগে চার রাকাতই সুন্নতে মুয়াক্কাদা। দুই রাকাত নয়। উক্ত ব্যক্তির বক্তব্য সঠিক নয়।
সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১১৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم